Your account has
been disabled. If you have any questions or concerns, visit the
করলে আরেকটা পেইজ আসবে।
সেই পেইজের একদম নিচে লিখা থাকবে For more information about our Policies, please review the Facebook
Community Standards. If you think your account was disabled by mistake,please let us know.
এখানে let us know
অংশটা নীল কালির হবে। let us know তে ক্লিক করলে আরেকটা পেইজ আসবে।
এখানে আইডি কার্ড আপলোড দেওয়ার অপশন পাবেন।
আপনাকে আইডি কার্ড এর স্ক্যান করা ছবি বা ভাল ক্যামেরা দিয়ে তোলা ছবি আপলোড দিতে হবে।
ক্ষেত্রবিশেষে আপনার নাম,বার্থডে,
ইমেইল পূরণ করা লাগতে পারে।
সেগুলো ঠিকভাবে পুরা করে Submit করুন।
নিয়মিত Email চেক করুন।
ওরা আপনার ইমেইলে সব ডিটেইলস জানাবে।
আইডি ঠিক হয়ে গেলে তো মারহাবা। ঠিক না হলে ইমেইলে
ফিডব্যাক পাওয়ার পর আবার একই নিয়মে আইডি কার্ড সাবমিট করুন।
কীভাবে ঠিক করতে হয় সেটা তো
জানলেন কিন্তু অনেকেরই আইডি কার্ড নাই।
তাদের তো ফেইক আইডি কার্ড
ছাড়া কোন উপায় নেই। ফেইক আইডি কার্ড কীভাবে বানাবেন এটাও অনেকে জানেন না।
যারা ফটোশপের কাজ পারেন তারা ২ মিনিটেই পিসিতে ফেইক আইডি কার্ডহ বানাতে পারেন।
যারা ফটোশপের কাজ পারেন
না বা পিসি নেই তারাও মোবাইলে
বিভিন্ন ফটো ইডিটিং এপস দিয়ে
ফেইক আইডি কার্ড বানাতে পারবেন।
আর যদি না পারেন বাজারে যে কোন কম্পিউটারের দোকান থেকে করে নিতে পারেন।
তবে একটা কথা আইডি কার্ডের ইনফরমেশন অবশ্যই ফেসবুকের
সাথে মিলতে হবে।