বর্তমান যুগে এমন কোনো মানুষ পাওয়া যাবে না, যার কছে Android মোবাইল নাই । বেশিরভাগ মানুষেই Android মোবাইল ব্যবহার করে থাকে । কিন্তু Android মোবাইলের সবারেই একটি সাধারন সমস্যা বেশিক্ষন চার্জ থাকে না । নিচের এই নিয়ম গুলো মানলে, আশা করি আপনার মোবাইলে আগের থেকে অনেক বেশি সময় ধরে চার্জ থাকবে ।
১। মোবাইলে কালো ওয়ালপেপার ব্যবহার করুন ।
২। মোবাইলের লোকেশন প্রয়োজন না হলে বন্ধ রাখুন ।
৩। প্রয়োজন না থাকলে Data Connection বন্ধ রাখুন ।
৪। প্রয়োজন ছাড়া Bluetooth বন্ধ রাখুন ।
৫। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার Android মোবাইলের Brightness level কমিয়ে রাখুন ।
৬। প্রয়োজন ছাড়া Wi-Fi বন্ধ রাখুন ।
৭। মোবাইলের Sleep অপশন 15 থেকে 30 Seconds করে দিন ।
৮। ব্যাকসাইটে কোনো App চলতে থাকলে তা সড়িয়ে দিন ।
উপরের বিষয় গুলো মেনে চললে Android মোবাইলের অল্প পরিমাণ চার্জও আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন ।