আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন । windows 10 কিভাবে setup দেওয়া যায় এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো । windows 10 setup দিয়ে গিয়ে নতুনরা অনেক সমস্যায় পড়ে । এই পোস্টি পড়ার মাধ্যামে আপনি নিজেই windows 10 setup দিতে পারবেন । এর জন্য আপনাকে কারও কাছে যেতে হবে না । কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
Windows setup দেওয়ার কারণে আপনার কম্পিউটার থেকে যেসব ফাইল বা ফোল্ডার ডিলিট হয়ে যাবে ।
১। ডেক্সটপ বা সামনের পর্দা (Desktop)
উপরের চিএে, ডেক্সটপ বা সামনের পর্দায় কোনো ফাইল থাকলে তা অন্য ফোল্ডারে সংরক্ষণ করুন । কারণ এখান থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে ।
২। ডাউনলোড (Downloads)
৩। ডকুমেন্টস (Documents)
৪। মিউজিক (Music)
৫। পিকসার (Pictures)
৬। ভিডিও (Videos)
৭। সি ড্রাইব (C Drive)
উপরের চিএে, ডেক্সটপ বা সামনের পর্দায়, ডাউনলোড, ডকুমেন্টস মিউজিক, পিকসার, ভিডিও, এবং সি ড্রাইব এ কোনো ফাইল থাকলে তা অন্য ফোল্ডারে সংরক্ষণ করুন । কারণ এখান থেকে সবকিছু ডিলিট হয়ে যাবে ।
এরপর উপরের চিএের মতো Windows 10 CD টি কম্পিউটার অথবা ল্যাপটপে প্রবেশ করান ।
উপরের চিএের মতো Restart বাটনে ক্লিক করুণ ।
কিছু সময় পর প্রয়োজনীয় ফাইল লোড হওয়ার পর উপরের চিএের মতো দেখাবে । এখন কীবোর্ড থেকে যেকোনো একটি বোতাম চাপ দিন । যেমন আমি B চাপ দিলাম ।
এরপর উপরের চিএের মতো দেখাবে এখান থেকে Next এ ক্লিক করুণ ।
এরপর উপরের চিএের মতো দেখাবে এখান থেকে Install now এ ক্লিক করুণ ।
এরপর উপরের চিএের মতো দেখাবে এখানে I accept ঘরে ঠিক চিহ্ন দিয়ে Next এ ক্লিক করুণ ।
এরপর উপরের চিএের মতো দেখাবে এখানে Custom: Install Windows Only (advanced) এ ঠিক চিহ্ন দিয়ে Next এ ক্লিক করুণ ।
এরপর উপরের চিএের মতো দেখাবে এখানে New তে ক্লিক করে ফোল্ডার তৈরি করতে পারবেন । যদি প্রয়োজন হয় তাহলে । এখানে আপনার আগে থেকেই ফোল্ডার দেখাবে যদি আপনার কম্পিউটার এ ফোল্ডার করা থাকে। নিচেরে চিএ গুলো দেখুন ।
উপরের চিএের মতো ফোল্ডার তৈরি করুণ যদি প্রয়োজন হয় ।
এরপর উপরের চিএের মতো দেখা যাবে । আপনার কম্পিউটার এ যতগুলো ফোল্ডার থাকবে এখানে ততগুলো ফোল্ডার দেখাবে । যেমন এখানে ৩ টি ফোল্ডার ছিলো (চিএ দেখুন)
তাই এখানে ৩ টি ফোল্ডার দেখাচ্ছে । নিচে (চিএ দেখুন)
উপরের চিএের মতো যে ফোল্ডারটিতে আপনি windows setup দিতে চান সেই ফোল্ডার টিতে ক্লিক করে, Format বাটনে ক্লিক করুণ । যেমন আমি যদি উপরের চিএের ১ নম্বর ফোল্ডার টি Format করি তাহলে নিচের চিএে ১ নম্বর ফোল্ডার টি Format হয়ে যাবে ।
আবার আমি যদি উপরের চিএের ২ নম্বর ফোল্ডার টি Format করি তাহলে নিচের চিএে ২ নম্বর ফোল্ডার টি Format হয়ে যাবে ।
আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন । যে ফোল্ডারটিতে আপনি windows setup দিতে চান সেই ফোল্ডার টিতে ক্লিক করে, Format বাটনে ক্লিক করুণ । এরপর Next এ ক্লিক করুণ । নিচের চিএের মতো ।
এরপর নিচের চিএের মতো Windows 10 Install হবে । এখানে ১৫ থেকে ২৫ মিনিট সময় লাগবে । আপনার কম্পিউটার এর ক্ষমতার উপর নির্ভর করবে ।
উপরের চিএে সবগুলো সবুজ ঠিক চিহ্ন হওয়ার পর, নিচের চিএের মতো দেখাবে ।
Restart বাটনে ক্লিক করার দরকার নাই । অটোমেটিকলি Restart নিবে । কিছুক্ষন অপেক্ষা করার পর নিচের চিএের মতো দেখাবে । এখানে Use Express Setting এ ক্লিক করুন ।
এরপর নিচের চিএের মতো দেখাবে । এখানে I Own it এ ক্লিক করুন । এরপর Next এ ক্লিক করুন ।
এরপর নিচের চিএের মতো দেখাবে । এখান থেকে Skip this step এ ক্লিক করুন ।
এরপর নিচের চিএের মতো দেখাবে ।
এখানে User Name এর ঘরে যেকোনো একটি নাম লিখুন । যেমন আমি লিখলাম Tuner Bangla । এরপর Enter Password ঘরে যেকোনো সংখ্যার Password দিন । যেমন 123456 । এই একই Password নিচের Re-Enter Password ঘরেও টাইপ করুন । Password hint ঘরে এমন একটি নাম লিখুন, যেটার মাধ্যমে আপনি উপরের Password মনে রাখতে পারবেন । Password দেওয়ার কারনে আপনি ছাড়া আর কেউ এই কম্পিউটার চালু করতে পারবেনা । তাই এই Password সংরক্ষণ করে রাখুন । আপনি Password নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না । এরপর Next এ ক্লিক করুন ।
Windows 10 Setup দেওয়া সম্পুর্ণ হয়ে গেলো । এখন আপনি ব্যবহার করুন । আশা করি Windows 10 Setup দিতে আপনাকে আর কারও কাছে যেতে হবে না । কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে Comment করুন | আরও ভালোভাবে বুজতে ভিডিওটি দেখতে পারেন ।