এদেশের অনেক মানুষ ইংরেজী ভাষাটিকে ভঁয় পায় । কারণ তারা ইংরেজীতে কথা বলতে পারে না, যদিও এদেশের অনেক লোকেই শিক্ষিত ।
ইংরেজীতে কথা বলতে না পারার প্রধান কারন হচ্ছে এদেশের শিক্ষাব্যবস্থা । কারন শ্রেণি ১ম থেকে অনার্স পর্যন্ত ইংরেজী গ্রামার শেখানো হয় । কিন্তু ইংরেজীতে কি ভাবে কথা বলতে হবে তা শেখানো হয় না । এদেশের মানুষ এত ভালো ইংরেজী গ্রামার জানে যে USA এর মানুষ ও এত ভালো ইংরেজী গ্রামার জানে না । কিন্তু তারপরেও এদেশের অনেক শিক্ষিত মানুষ ইংরেজীতে কথা বলতে পারে না । কারন একটাই এখানে শেখানো হয় ছাইকেল চালানো আর পরীক্ষা নেওয়া হয় বাস চালিয়ে । আমরা কি বাংলা ব্যকরন পড়ে বাংলা ভাষা শিখেছি, না আমরা ছোট থেকে বাংলা শূনতে শূনতেই বাংলা ভাষা শিখেছি । বাংলা ব্যকরন পড়ে বাংলা ভাষা শিখি নাই, তাহলে কেনো আমরা ইংরেজী গ্রামার শিখে ইংরেজী ভাষা শিখবো । প্রতোমেই আমাদের ইংরেজী ভাষা শিখতে হবে তারপর ইংরেজী গ্রামার শিখতে হবে । তাহলে এখন প্রশ্ন আসে ইংরেজী গ্রামার বাদ দিয়ে ইংরেজী ভাষা শিখবো কিভাবে? ঠিক সেইভাবে শিখবেন যে ভাবে আপনি বাংলা ভাষা শিখেছেন । যেমন,
মা…..মা….মা…………
আ.....আ….আব…..আব্বা………..
দা…..দা…..দা…..দাদা……….
এই রকম কথা শুনে হাঁসি পাচ্ছে আপনার? ছোটবেলায় আপনি ঠিক এভাবেই কথা বলতেন । তখন আপনার কথা শুনে কেউ হাসত না । কিন্তু আপনি ঠিক এভাবেই বাংলা কথা বলা শিখেছেন । আপনি প্রতোমেই মা...মা... বলেননি, আপনাকে বলা হয়েছিল বলো মা...মা... ঠিক তখন আপনি মা বলা শিখেছেন । নাকি প্রতোমেই আপনাকে বাংলা ব্যকরন শেখানো হয়েছিল । তাহলে কেনো আপনি প্রতোমেই ইংরেজি গ্রামার শিখতেছেন ।
এভাবে শূনতে শূনতে আপনি কিছু বলতে শিখেছেন । তাহলে ইংরেজী শুনুন এবং বলার চেষ্টা করুন ।
১। ইংরাজী শুনুন বিভিন্ন মাধ্যম থেকে । Internet ব্যবহার করুন
এরপর আপনি পড়তে শিখেছেন অ আ ই ঈ ।
২। তাহলে ইংরেজী পড়া শুরু করুন । এর জন্য ইংরেজী পেপার পড়তে পারেন ।
তারপর আপনি স্লেটের মধ্যে লেখা শিখেছেন যেমন অ...
৩। তাহলে আপনিও লিখতে থাকুন প্রতিদিন একপাতা করে । ইংরেজীতে ভিবিন্ন বিষয়ের উপর ।
তারপর আপনি ভালোভাবে বাংলা বলতে শিখেছেন । বাংলায় কল্পনা করতে শিখেছেন । বাংলায় চিন্তা করতে শিখেছেন । বাংলায় মনে মনে কথা বলতে শিখেছেন । আপনি কিন্তু এখনো মনে মনে অন্য কথা ভাবছেন ।
৪। তাহলে আপনি ইংরেজীতে কল্পনা করুন, চিন্তা করুন এবং ইংরেজীতে মনে মনে কথা বলুন । কোনো একটি বিষয় নিয়ে মনে মনে ইংরেজীতে কথা বলুন ।
সবচেয়ে গুরুত্বপুর্ণ বিষয় আপনাকে প্রতিদিন অনুশীলন করতে হবে । এর জন্য আপনাকে আলাদা সময় নিয়ে ইংরেজী পড়তে হবে না, আপনি যে কাজ করতেছেন ঠিক সেই সময় যে বাংলা কথা গুলো ব্যবহার করবেন সেগুলো বাংলায় না বলে ইংরেজীতে বলবেন ।
আশা করি আপনি বুঝতে পেরেছেন । কিভাবে
ইংরেজী গ্রামার না শিখেও ইংরেজী ভাষা শেখা যায় ।
উপরের এর নিয়ম গুলো যদি আপনি একমাস মেনে চলতে পারেন অর্থাৎ একমাস প্রয়োজন ছাড়া বাংলা বলবেন না । তাহলে আপনি অবশ্যই ইংরেজীতে কথা বলতে পারবেন ।
যদি আপনি কিছু শিখতে পারেন তাহলেই আমার লেখা সার্থক হবে ।