গ্যাস সিলিন্ডারের মেয়াদ আছে কিনা জানবেন কীভাবে?

Amir Hamja
0

জেনে নিন এবং টাইম বোমার হাত থেকে সাবধান হনআমরা প্রায় সবাই বাড়িতে গ্যাস-সিলিন্ডার ব্যাবহার করি, অনেক সময় শোনা যায় যে সিলিন্ডার ব্লাস্ট হয়ে মানুষ মারা গেছেন, কিন্তু এটা ব্লাস্ট কেন হয় তা অনেকে জানি না
সব জিনিসের মত সিলিন্ডারেরও মেয়াদ শেষ বা expire date থাকে যা আমরা অনেকে জানি নামেয়াদ শেষ হওয়া কোন সিলিন্ডারকে ঘরে রাখা মানে টাইম বোমা রাখার সমান
ব্যাপার হল আমরা কিভাবে জানব যে সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে
সিলিন্ডারের গায়ে মার্ক করা কালো রংগের লেখা টাই হল এক্সপায়ারি ডেটএখানে A, B , C, D সংকেত দিয়ে বোঝানো হয়েছে
A = বছরের প্রথম তিন মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
B = পরের তিন মাস: এপ্রিল, মে, জুন
C =
জুলাই, আগস্ট, সেপেম্বর মাস
D =
অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসকেই বোঝানো হয়
আর সবার শেষে বছরের শেষ দুই ডিজিট থাকে, অর্থাৎ C13 (2013 ইং)যদি
আপনার সিলিন্ডারে C18 থাকে তার মানে হল 2018 সালের জুলাই, আগস্ট, অথবা সেপ্টেম্বর মাসেই আপনার সিলিন্ডারের মেয়াদ শেষ বা (expire date) হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)