শর্টকাট পদ্ধতিতে বন্ধ করুন আপনার কম্পিউটার

Amir Hamja
0

কম্পিউটার Shutdown করার পদ্ধতি কমবেশি সবার ই জানা আছেতবে শর্টকাট এবং দ্রুত সময়ে কীভাবে আমরা কম্পিউটার বন্ধ করতে পারি তা আজ দেখব যেকোন উইন্ডোজেই করতে পারবেন এই  পদ্ধতি 




পদ্ধতি এক:

কম্পিউটার বন্ধ করার জন্য প্রস্তুতওপেন করা উইন্ডোজগুলো বন্ধ করুন খুব দ্রুতএজন্য কীবোর্ড থেকে চাপুন Alt + F4 (একসাথে)এবার সব সচল উইন্ডোজ পেজ গুলো বন্ধ হয়ে গেলে আবার কীবোর্ড থেকে Alt + F4 চাপুন তখন আপনার ডেক্সটপে নিচের মত একটি পর্দা আসবেসেখান থেকে ডানপাশের ডাউন arrow বাটন এ ক্লিক করে shutdown বাটনটি সিলেক্ট করুন


এখন শুধু Ok বাটন এ ক্লিক করলে অথবা শুধু কীবোর্ড থেকে Enter কী প্রেস করলেই আপনার কম্পিউটার বন্ধ হবে
পদ্ধতি দুই :  
 কীবোর্ডের উইন্ডোজ কী চেপে ধরে প্রেস করুন Rআপনার কম্পিউটারের Run কমান্ড চালু হবেসেখানে গিয়ে টাইপিং বক্সে টাইপ করুন cmd তারপর Enter কী প্রেস করলেই Command prompt ডিসপ্লে চালু হবে



সেখানে গিয়ে টাইপ করুন shutdown স্পেস -s (স্পেস) -t (স্পেস) 00 (জিরো জিরো) অথবা নিচের লেখাটি সরাসরি Ctrl + C চেপে কপি করে পেস্ট করুন
shutdown -s -t 00
আরও দ্রুত কম্পিউটার বন্ধ করতে চান?
উইন্ডোজ কী চেপে ধরে প্রেস করুন Rসঙ্গে সঙ্গে Run কমান্ড চালু হয়ে যাবে, টাইপ করুন আগের মত করে shutdown (স্পেস) -s (স্পেস) -t (স্পেস) 00 (জিরো জিরো) অথবা নিচের কোডটি কপি করে পেস্ট করুন সরাসরি
shutdown -s -t 00


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)