কিবোর্ড দিয়ে কন্ট্রোল করুন মাউস পয়েন্টার.....

Amir Hamja
0
mouse,open mouse keybord, how to make keybord mouse
 মাঝে মাঝে মাউসে প্রব্লেম দেখা দিলে কম্পিউটার ব্যাবহারকারীরা  বিভিন্ন সমস্যার সম্মুক্ষীন হন , খুব দরকারী কাজ আজকের মধ্যেই শেষ করা লাগবে কিন্তু  আশে পাশে কম্পিউটারের দোকান নেই 

এমন অবস্থায় মাত্র ২ মিনিটে কারো কাছ থেকে মাউস নিয়ে কিছু অপশন পরিবর্তন করলেই বাকি সময় আপনি মাউস পয়েন্টারের কাজ করতে পারবেন কিবোর্ড দিয়ে ,
 

কন্ট্রোল প্যানেলে যান  এবার এখানে Ease of Access Center-এ ক্লিক করুন , যদি এই নামে কোন  আইকন না পান তাহলে, প্রথমে উপরে View by থেকে Classic view নির্বাচন করে দিনতাহলেই  Ease of Access Center  আইকনটি দেখতে পাবেন Make the mouse easier to use-এ ক্লিক করুননতুন উইন্ডো এলে এখানে Turn on Mouse Keys-এ টিক চিহ্ন দিনSetup Mouse Keys-এ ক্লিক করে Pointer speed-এর Top Speed থেকে Low এবং High-এর মাঝে প্রয়োজনমতো কারসর নড়ানোর সুবিধাজনক অবস্থান নির্ধারণ করে দিনএবার কাজ শেষে Apply-এ ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন   কাজ হয়ে গেছে  .

mouse use keybord,make keybord mouse

num Lock অন করা আছে কিনা চেক করে নিন , তার কারন হল আপনার কীবোর্ডের নাম লকের বাটন দিয়েই মাউজ পয়েন্টার  এর কাজ করা যাবে , কীবোর্ডে  তীর চিহ্ন দিয়ে দেয়া আছে  কোন নাম্বার কিসের কাজ করে লেফট ক্লিক এর জন্য ৫  এবং ডাবল ক্লিকের জন্য +  বাটনটি চাপুন , রাইট ক্লিকের জন্য ডান পাশের CTRL বাটন ব্যাবহার করুন  ব্যাবহারে অসুবিধা হলে  Ease of Access Center এ গিয়ে স্পিড  নির্ধারন করে আসুন

উইন্ডোজ ৮ এবং ১০ এ  একই নিয়মে আপনি এটি সেট করতে পারবেন  
এখন যদি আপনার এই কাজে মাউজ ২ মিনিটের জন্যও আনার ব্যবস্থা না থাকে তখন কি করবেনউপরের পদ্ধতি ভুলে যান , কীবোর্ডের বাম পাশের  Alt এবং Shift  কী একত্রে চাপুন একটি পপ আপ উইন্ডো আসবে , ওকে দিন , কাজ হয়ে যাবে 
তবে এক্সপি ইউজাররা একটু ব্যাতিক্রম ভাবে কাজ করতে হবে  , কন্ট্রোল প্যানেলে গিয়ে ওপরে ডানে View by থেকে Classic view নির্বাচন করে দিনতালিকায় থাকা Accessibility Options-এ ক্লিক করে পরের উইন্ডো থেকে মাউস ট্যাবে ক্লিক করুনএখানে Use mouse keys-এ টিক চিহ্ন দিয়ে Apply -এ ক্লিক করে আবার ওকে করে বের হয়ে আসুন

কী বোর্ডের ছোট খাট কয়েকটি বাটন কাজ করছে না , সমস্যা নেই , স্টার্ট মেনু থেকে run অপশনে যান , অথবা উইন্ডোজ + চাপুন  run  আসবে 
Run,type osk open keybord,open compuer keybord,screen keybord

সেখানে লেখুন OSK  এন্টার দিন তাহলেই একটি কিবোর্ড আপনার স্ক্রীনে চলে আসবে 
OSK এর পুর্নরুপ হচ্ছে  On Screen Keyboard 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)