ডিলেট হয়ে যাওয়া ফেসবুক মেসেজ ফিরিয়ে আনবেন যেভাবে....

Amir Hamja
0

ফেসবুক আমাদের জন্য একটি আলাদা জগত স্থান লাভ করে ফেলেছে। 


ইন্টারনেট ব্যাবহার করে কিন্তু ফেসবুক ব্যাবহার করে না আমাদের দেশে এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর।  অনেক সময় আমরা প্রয়োজনীয় অনেক মেসেজ আদান প্রদান করে থাকি ফেসবুকের মাধ্যমেকিন্তু ভূলে ডিলেট ও হয়ে যায় অনেক তথ্য

মেমোরি কার্ডের ছবির মতো ফেসবুকের মেসেজ ও পাওয়া যায়চলুন, জেনে নেই কিভাবে ডিলেট হওয়া ফেসবুক মেসেজ ফিরিয়ে আনা যাবে


প্রথমে ফেসবুকের সেটিংস অপশনে প্রবেশ করুন https://www.facebook.com/settings
এখানে Download a copy ক্লিক করে আবেদন করুনআপনার ই-মেইলে আপনার ফেসবুকের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে

এবার জিপ ফাইলটি ডাউনলোড করে ওপেন করুনসেখানের HTML ফোল্ডারে লগিন করলে দেখতে পাবেন messages.htm নামের একটি ফাইল রয়েছেসেখানেই গচ্ছিত রয়েছে আপনার ফেসবুকের মেসেজ গুলো 








একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)