একসময় মানূষ যখন
দামি ব্র্যান্ডের মোবাইল ফোনসেট গুলো কম দামে কিনত তখন সবাই বলত , আরে এতো চায়না ফোন তাই কমে পাওয়া
গেছে ।
যুগ পালটেছে ..
কেও চায়না বলেনা এখন আর এখন এমন ফোন গুলোকে বলা হয় ক্লোন। দেখতে হুবুহু আসল ফোনের মত , আসল নকল দুটি পাশাপাশি রাখলে হয়ত কোম্পানীর কর্মকর্তারাও কনফিউশনে পড়ে যাবে কোনটি তাদের আসল ফোন।
সবাই সবসময় তো আর শো রুম থেকে মোবাইল কিনে না , আপনার মোবাইলটি আসলেই কোম্পানীর কিনা , অর্থাৎ এটি ক্লোন অথবা নকল নয়ত এমন চিন্তায় সবাই থাকে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে ২ মিনিটের মধ্যেই আপনি নিশ্চিত হতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি আসল কোম্পানীর তৈরী কিনা।
১ । প্রথমে মোবাইলের IMEI নাম্বার বের করুন
IMEI নাম্বার বের করতে *#06# চাপুন
২। এবার এই লিংক এ ক্লিক করে ওয়েবসাইট টিতে যান ।
৩। আপনার IMEI নাম্বার টাইপ করুন ।
৪। নিচের ক্যাপচা কোড ফিলাপ এর জন্য বক্সে ক্লিক করুন ,
৫। রাইট সাইন আসলে Check বাটনে ক্লিক করুন।
মোবাইলটি আসল কোম্পানী অথরাইজড হলে ওই মোবাইল সম্পর্কে তথ্য চলে আসবে , ক্লোন সেট গুলার কোন তথ্য সাইট দেখাতে পারে না।
এভাবেই আপনি যাচাই করে নিতে পারেন আপনার ফোনটি আসল নাকি ক্লোন।